ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

রাজধানীর দক্ষিণখানের আশকোনা পূর্বপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ২

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:১০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার

রাজধানীর আশকোনায় জঙ্গী আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় বিস্ফোরণে জঙ্গি সুমনের স্ত্রী ও জঙ্গিনেতা তানভীর কাদেরির ছেলে নিহত। এর আগে জঙ্গিনেতা জাহিদুল ইসলামের স্ত্রীসহ চারজন আত্মসমর্পন করে। শনিবার ভোররাত থেকে আশকোনার তিনতলা বাড়ি- সূর্যভিলায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ২টায় রাজধানীর আশকোনায় তিনতলা বাড়ি সূর্যভিলায় পৌঁছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তখনই বাড়িটি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। জঙ্গিদের অবস্থানের বিষয় নিশ্চিত হয়ে তাদের আহ্বান জানানো হয় আত্মসমর্পনের। সকাল সাড়ে ৯টায় জঙ্গিনেতা জাহিদের স্ত্রী জেবুন্নাহারসহ চারজন পুলিশের কাছে আত্মসমর্পন করে। দুপুর সাড়ে বারোটার দিকে সশস্ত্র অভিযানে নামে পুলিশ। এ’সময় জঙ্গিদের ছোড়া গ্রেনেডের আঘাতে আহত হন বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন ইন্সপেক্টর। অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে জঙ্গী সুমনের স্ত্রী ও জঙ্গিনেতা তানভীর কাদেরির ছেলে নিহত হয় বলে ধারণা করছে পুলিশ। সূর্যভিলা বাড়ীর মালিক কুয়েত প্রবাসী জামাল উদ্দিন। তার মেয়ে জানান, মোহাম্মদ ইমতিয়াজ পরিচয়ে সেপ্টেম্বরে নীচতলার বাসাটি ভাড়া নেয় এক ব্যক্তি। ওই বাসার সদস্যরা তেমন বের হতো না বলেও জানান তিনি।