ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

অবশেষে প্যালেস্টাইনের ভূখন্ডে অবৈধভাবে ইসরায়েলী বসতী স্থাপন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১২:১৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার

অবশেষে প্যালেস্টাইনের ভূখন্ডে অবৈধভাবে ইসরায়েলী বসতী স্থাপন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার মিশরের উত্থাপিত প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ এর পক্ষে রায় দেয়। যুক্তরাষ্ট্র ভোট দেয়া থেকে বিরত থাকে। তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এ প্রস্তাবের কোন শর্তই মানতে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন। এরআগে বৃহস্পতিবার ভোটাভুটি হওয়ার কথা থাকলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তিতে তা স্থগিত হয়ে যায়। প্রস্তাব অনুযায়ী, ১৯৬৭ সাল থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্যালেস্টাইনের ভূখণ্ডে বসতি স্থাপন করে যাচ্ছে ইসরায়েল। জরুরি ভিত্তিতে ও পূর্ণাঙ্গভাবে এ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়।