ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শিশু তুহিন হত্যার বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

'সুনামগঞ্জে শিশু তুহিন মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর বারোটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশ পাদদেশে সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাঁচ বছরের শিশু তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা বলেন, শিশু তুহিনের হত্যার দায় এই সমাজের মানুষের নিতে হবে। তবে শুধু হত্যার বিচারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে আমাদের সকলের। যাতে করে আর কোন আবরার অথবা তুহিনকে হারাতে না হয়।'

শিশু তুহিন হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, 'যেই সমাজ খুনি, ধর্ষক তৈরি করে আমরা সেই সমাজের পরিবর্তন চাই। আমরা দেখেছি বুয়েটে আবরারকে যারা হত্যা করেছে তারা স্বীকার করেছে এই সমাজ তাদেরকে খুনি বানিয়েছে। তাই আমরা এসব খুনিদের বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে সমাজ পরিবর্তন করতে চাই।যাতে নতুন করে আর কোন খুনি তৈরি না হয়।'

কেআই/