ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

ময়মনসিংহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত এসএসসি পরীক্ষার্থী

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১২:২৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার

ময়মনসিংহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক আহমেদ তন্ময়ের বাড়িতে এখন কেবলই শোকের মাতম। শুক্রবার রাতে শহরের নতুন বাজার এলাকায় হত্যা করা হয় তাকে। তন্ময়ের হত্যাকারীদের বিচার দাবি করেছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। এদিকে, খুনীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তন্ময়ের বাবা-মা। সন্তানের এই অস্বাভাবিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। স্বজনেরা জানায়, শুক্রবার সকালে তন্ময় ও তার সহপাঠীদের সাথে অন্য স্কুলের কয়েকজন ছাত্রের ঝগড়া হয়। সন্ধ্যার পর তন্ময় ও তার বন্ধুরা নতুন বাজার এলাকায় গেলে প্রতিপক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। সেসময় প্রতিপক্ষের একজন তন্ময়কে ছুরি দিয়ে আঘাত করলে মৃত্যু হয় তার। তন্ময়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছে তার পরিবার। এদিকে, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তন্ময় শহরের সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেনীর ছাত্র। আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার।