ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

খাস জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের একজন নিহত হওয়ার পর পুলিশী অভিযান থেকে বাঁচতে পুরুষশূণ্য গ্রাম

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১২:২৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার

খাস জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের একজন নিহত হওয়ার পর পুলিশী অভিযান থেকে বাঁচতে  নাটোরের নলডাঙ্গার কোঁচকুড়ি গ্রাম পুরুষশূণ্য হয়ে পড়েছে। পাশাপাশি নিহতের পক্ষের লোকজনের হুমকি ও রাতের আঁধারে সন্ত্রাসী হামলার আতঙ্কে দিন কাটছে নারীদের। কোঁচকুড়ি গ্রামের কোনো বাড়িতে পুরুষ নেই। মসজিদে আজান হয় না; হয় না নামাজও। নানা শঙ্কা আর আতঙ্কে দিন কাটে নারীদের। পুরুষরা না থাকায় নেই আয়-রোজগার। সংসার চালাতে দুর্ভোগের নেই। ১৭ ডিসেম্বর হালতিবিলের প্রায় ১১ একর খাস জমির দখল নিয়ে চাঁদপুর ও কোঁচকুড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সামাদ মোল্লা নামে একজন নিহত হয়। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দেয় পুরুষ সদস্যরা। গ্রামের নারীদের অভিযোগ, আসামী না পেয়ে বাড়িঘর ভাংচুর করে পুলিশ। ২ নারীকে আটক করায় তারাও রয়েছেন আতঙ্কে। এদিকে নিহতের পক্ষের লোকজনের হুমকি এবং রাতে একাধিক বাড়িতে সন্ত্রাসী হামলার পর সম্পদ ও সম্ভ্রম হারানোর শঙ্কায় বিচলিত তারা। সন্ত্রাসী হামলার কথা স্বীকার করে প্রশাসনের নির্দেশে গ্রামে চৌকিদার দিয়ে পাহারা দেয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। তবে ভাংচুরের অভিযোগ অস্বীকার করে প্রকৃত অপরাধীদের ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সাধারণ গ্রামবাসীকে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।