জঙ্গিদের আপাত দৃষ্টিতে দুর্বল মনে হলেও তারা ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে: সেতুমন্ত্রী
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার
আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে জঙ্গিদের আপাত দৃষ্টিতে দুর্বল মনে হলেও তারা ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ’কথা বলেছেন।
সকালে রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, গ্রাম পর্যায়ে মাদকে সয়লাব হয়ে গেছে। তবে, তারুণ্যের শক্তিতে মাদক ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গঠন করতে হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন বছরের প্রথমদিনেই ৩৬ কোটি ২১ লাখ বই বিতরণ করা হবে। দেশে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী।