ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আইসিবি’র ৪০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০২:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইসিবি’র ৪০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারন সভায় জানানো হয়, একক এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ৩১৩ দশমিক ৬৯ কোটি টাকা এবং ৩৩১ দশমিক ৬৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। এছাড়া শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ক্রয় ও লিজ অর্থায়নসহ বিভিন্ন খাতে ৬৩৮ দশমিক ৮০ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার করে প্রতিষ্ঠানটি। এছাড়া  পুঁজিবাজারে মোট ৮৬৯৭ দশমিক ১৯ কোটি টাকা বিনিয়োগ করে আইসিবি।