একাদশ সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

আগামী ৭ নভেম্বর শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। এরইমধ্যে অধিবেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। আজ বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৯ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন’।
এর আগে গত ১২ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশন শেষের ৬০ কার্য দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার কথা রয়েছে।
আরকে//