ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আজ আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১১:৫৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার

পাঁচ দিন বিরতির পর আজ আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২১তম রাউন্ডে দিনের প্রথম ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হবে আরামবাগ। ২০ ম্যাচ শেষে ৬ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে শেখ রাসেল। আর সমান ম্যাচে এক পয়েন্ট কমে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে আরামবাগ। দিনের অন্যম্যাচে, একই ভেন্যুতে শেখ জামালের বিপক্ষে লড়বে মোহামেডান। ৩০ পয়েন্ট নিয়ে শেখ জামাল রয়েছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। আর ১০ নম্বরে থাকা মোহামেডানের পয়েন্ট ১৮।