জঙ্গি বিরোধী অভিযানের সময় আত্মঘাতী হওয়া আফিফের মৃতদেহ উদ্ধার করা হবে আজ
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার
জঙ্গি বিরোধী অভিযানের সময় আত্মঘাতী হওয়া জঙ্গি নেতা তানভীর কাদেরির ছেলে আফিফের মৃতদেহ উদ্ধার করা হবে আজ।
এর আগে গতকাল রাতে আত্মঘাতি বিস্ফোরণে নিহত শাকিরার লাশের আলামত সংগ্রহ শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। নিহত শাকিরা পলাতক জঙ্গি সুমনের স্ত্রী। সেখানে আরও কোনো অস্ত্র ও বিস্ফোরক আছে কি না তাও খতিয়ে দেখা হবে। বাসাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।