ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১৭ জেলেকে কারাদণ্ড

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি 

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

প্রজনন মৌসু‌মে সরকারি নি‌ষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীর অং‌শে ইলিশ মাছ ধরার দা‌য়ে ১৭ জে‌লে‌র প্র‌ত্যেক‌কে ১৫ দিনের কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমান আদালত।

গত ২৪ ঘণ্টায় জেলা সদরে ৩, কালুখালীতে ৬ ও গোয়ালন্দে ৮ জন‌সহ মোট ১৭ জন‌ জে‌লে‌কে পদ্মা নদীর বি‌ভিন্নস্থান থে‌কে আটক করা হয়। এ সময় ২২৫ কে‌জি মাছ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। প‌রে জব্দকৃত মাছ জেলার বি‌ভিন্ন এতিমখানা ও দুঃস্থ‌দের মা‌ঝে বিতরণ এবং জাল পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়।

‌বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা মৎস্য দপ্তর সূ‌ত্রে এ তথ্য জানা ‌গে‌ছে। ‌

জেলা মৎস্য অফিসার মোহা. ম‌জিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ১৭ জে‌লে‌কে মৎস্য সং‌রক্ষণ আইনে ১৫ দি‌ন ক‌রে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সদর উপ‌জেলায় ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন নেজারত ডেপু‌টি কা‌লেক্টর মো. র‌ফিকুল ইসলাম। অভিযান প‌রিচালনায় জেলা প্রশাসন, পু‌লিশ প্রশাসন, জেলা ও উপ‌জেলা মৎস্য দপ্তর, নৌ পু‌লিশের পাশাপা‌শি সহ‌যোগিতা ক‌রেন ২০ আনসার ব্যাটা‌লিয়ান সদস্যরা। 

আই/