ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

৯১ আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান নিখোঁজ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার

সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর ৯১ আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। এরইমধ্যে বিমানটির সন্ধানে কাজ শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে সোচি রিসোর্ট থেকে সিরিয়ার লাতাকিয়া সামরিক ঘাঁটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল টিইউ- ওয়ান-ফাইভ-ফোর নামে বিমানটি। উড্ডয়নের ২০ মিনিটের মাথায় কৃষ্ণ সাগরের ওপরে এসে রাডার থেকে হারিয়ে যায় এটি। ৯১ আরোহীদের মধ্যে ৮৩ জন যাত্রী ও ৮ জন ক্রু। সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ৯ জন সাংবাদিক ও সঙ্গীতশিল্পীও রয়েছেন বিমানে। নতুন বছর উদযাপন উপলক্ষ্যে লাতাকিয়া ঘাঁটিতে কনসার্টে যোগ দেয়ার কথা ছিল তাদের।