ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

৬ লাখ ডলার পেলেন বিএনপি নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা) পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম।

২০১৬ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পরিচিত এক বাংলাদেশির বাসার বেসমেন্টে প্রবেশের সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান আব্দুস সালাম। এতে বাম পায়ে প্রচণ্ড ব্যাথা পান তিনি।

পরে তাকে নিকটস্থ ম্যাথডিস্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অন্তত দু’সপ্তাহ চিকিৎসা নিতে হয় বিএনপির এ নেতাকে। 

সেই দুর্ঘটনার জন্য বাড়ির মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছিলেন আব্দুস সালাম। দীর্ঘ ৩ বছর পর সম্প্রতি সেই মামলার রায় প্রকাশ করা হয়। রায়ে আব্দুস সালামকে ৬ লাখ ডলার বা সাড়ে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাড়ির মালিককে নির্দেশ দেন দেশটির আদালত।

এ মামলা পরিচালনা করেছেন আইনজীবী অ্যাটর্নি পেরী ডি সিলভার। গত ২ অক্টোবর চেক পাবার পরই আব্দুস সালামের কাছে তা হস্তান্তর করা হয়। 

আই/