ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

ফেলিসিয়ানোকে হারিয়ে কোয়ার্টারে ওয়ারিঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ফেলিসিয়ানোকে হারিয়ে ইউরোপিয়ান ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্ট্যান ওয়ারিঙ্কা।

বেলজিয়ামে প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ গেমে হেরে পিছিয়ে পড়ের চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কা। কিন্তু পরের সেটেই ঘুরে দাঁড়ান এই সুইস টেনিস তারকা। স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে ৬-৪ গেমে হারিয়ে ১-১ এ সমতা আনেন।

এরপর তৃতীয় ও ফাইনাল সেটে আবারও হাড্ডা-হাড্ডি লড়াই। ফেলিসিয়ানোকে ৭-৬ গেমে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন এই চতুর্থ বাছাই। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের গিলস সাইমনের মুখোমুখি হবেন স্ট্যান ওয়ারিঙ্কা।