ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লায় ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুজ্জামান, ক্যাবের সভাপতি ও বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, সহসভাপতি জাহানারা বেগমসহ আরো অনেকে।

বক্তারা বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই ভোক্তা অধিকার সম্পর্কে অতটা সচেতন নয়। ফলে ভোক্তারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে মানুষকে অধিকতর সচেতন করে তুলতে প্রচারের উপর জোর দেন তারা।

আই/এসি