ব্রিটিশ পপ তারকা জর্জ মাইকেল আর নেই
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৪৬ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬ সোমবার
ব্রিটিশ পপ তারকা জর্জ মাইকেল আর নেই। ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজ বাড়িতে মারা যান তিনি।
স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে তার মুখপাত্র এক বিবৃতিতে ‘কেয়ারলেস হুইস্পার’ খ্যাত এ তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হন জর্জ মাইকেল। তখন থেকেই শারিরিক অবস্থার অবনতি হচ্ছিল। সর্বকালের সেরা ১০০ গায়কের তালিকায় নাম ছিল জর্জ মাইকেলের। ৩০ বছরের সঙ্গীত জীবনে অনেক সম্মাননায় ভূষিত হন এ সঙ্গীত শিল্পী। এর মধ্যে ২ বার জেতেন গ্রামি অ্যাওয়ার্ড।