ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙ্গন

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৫১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬ সোমবার

ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে ময়মনসিংহ সদর উপজেলার ১০ গ্রাম। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ফসলি জমি ও ভিটে বাড়ি। মারাত্মক হুমকির মুখে বাড়িঘর, হাট-বাজার, মসজিদ-মাদ্রাসাসহ সরকারি-বেসরকারী নানা স্থাপনা। কিসমত গ্রামের শাহানা বেগম। ১৩ শতাংশ ভিটাবাড়িতে অসুস্থ স্বামী-সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। গেল বন্যায় পাড় ভেঙ্গে বসতভিটার অর্ধেক বিলীন হয়ে যায়। অবৈধ ড্রেজিংয়ের কারণে বাকিটাও ভাঙনের মুখে। ভিটেটুকু চলে গেলে স্বামী-সন্তানদের নিয়ে কোথায় যাবেন, এ শঙ্কায় দিন কাটছে তার। অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে ব্রহ্মপুত্রের পাড়ঘেঁষা কিসমত. তারাগাই, কল্যাণপুরসহ ১০টি গ্রামের বসতভিটা, স্কুল, মাদরাসা, মসজিদ, গোরস্থান,  হাট-বাজার এখন হুমকির মুখে। শাহানারার মতোর অনেকেরই চোখেমুখে তাই চিন্তার ছাপ। ড্রেজার মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এদিকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে নদী ভাঙে না বলে দাবি করেছেন এই ড্রেজার মালিক। শিগগিরই অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভাঙন রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের।