একেতো যানজট, তার উপর রাস্তা খোঁড়াখুঁড়ি
প্রকাশিত : ১০:০৫ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ১০:০৫ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬ সোমবার
একেতো যানজট, তার উপর চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। সব মিলে বাড়তি ভোগান্তিতে রাজধানীর বিজয়নগর, পল্টন, মুগদা, মগবাজারসহ বিভিন্ন এলাকার মানুষ। আবার কোথাও-কোথাও কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে খোদ কাউন্সিলদের।
বিজয়নগর থেকে পল্টনমোড় পর্যন্ত রাস্তার দু’পাশে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে বেশ কিছুদিন। শেষ হবে কবে তা জানে না কেউ। একইভাবে ড্রেন নির্মাণের জন্য রাজধানীর মুগদা, খিলগাঁও, গোড়ান আর মাদারটেকেও চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। ভূক্তভোগীদের অভিযোগ, জনগণ উন্নয়ন চায় কিন্তু লাগাতার ভোগান্তি চায় না।
ডিসিসির ড্রেনেজ সিস্টেম ডেভলপমেন্ট কর্মসূচিতে বিজয়নগর, পল্টনসহ আশপাশের এলাকায় চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। কাজের যেমন নেই গতি তেমনি মানও বজায় থাকছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
সংশ্লিষ্ট ঠিকাদার কিংবা করপোরেশনের কোন পরিদর্শককে খুঁজে পাননি এলাকার মানুষ। কাজে ন্যূনতম কোন স্বচ্ছতা নেই-সাফ জানিয়ে দিলেন কাউন্সিলর নিজেই।
উন্নয়ন কাজের মান ঠিক রাখার দাবি এলাকাবাসীর।