ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ঢাবি ক ও চ ইউনিট ভর্তি পরীক্ষার ফল কাল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪)আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

'ক' ও 'চ' ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

এছাড়া আবেদনকারীরা যেকোনো অপারেটরের(গ্রামীণফোন ব্যতীত) মোবাইল ফোন থেকে DU Kha, <roll> টাইপ করে ১৬০২১ নম্বরে send করে ফিরতি sms-এ পেতে পারবেন পরীক্ষার ফল।

এ বছর ‘ক’ ইউনিটে ১৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮,৯৫৫ জন।
অন্যদিকে 'চ'-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে অংকন পরীক্ষায় ১৫১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কেআই/