ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

জেলা পরিষদ নির্বাচন আগামীকাল

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:১২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

আগামীকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরইমধ্যে মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণার কাজ। আগামীকাল সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটার স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হবে। তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলায় এ নির্বাচন হওয়ার কথা থাকলেও ২২টি জেলায় এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।