ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

গোপালগঞ্জে হয়ে গেলো কবিগান

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:১৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

গোপালগঞ্জে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগান। দর্শক-শ্রোতা মাতান উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল মনি শংকর সরকার ও সঞ্জয় সরকার। গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় কবিগানের আসরে। মঞ্চে কবিয়ালের গুরুদেবের গীত আর ঈশ্বর বন্দনা। মুখে মুখে পদ রচনা আর তাতেই সুরারোপ। মুগ্ধ শ্রোতা যেন কবির সাথেই চলে যাচ্ছেন অজানা কোথাও। ডা. মহানাম ব্রত ব্রহ্মচারী মহারাজের ১১৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শহরের খাটরা সার্বজনীন কালী বাড়ীতে ছিলো এই আয়োজন। আলো-আধারে কবিয়াল মনি শংকর সরকার ও সঞ্জয় সরকারের তাত্ত্বিক যুক্তি-তর্ক শুনতে মাঠে জড়ো হন ভক্তরা। একসময় এ এলাকার মানুষের বিনোদনের একটি বড় মাধ্যম ছিল কবিগান। আধুনিকতার ছোঁয়ায় এসব গানের শ্রোতাও কমেছে, নেই কবিয়ালও। তাই নতুন প্রজন্মকে এর সাথে পরিচয় করিয়ে দিতে এ ধরণের উদ্যোগ বলে জানান আয়োজকরা। যুগ যুগ ধরে এ অঞ্চলে কবিগান বেচে থাকবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।