ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

কেন তুরস্ক সফর বাতিল করলেন মোদি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

অক্টোবরের শেষ সপ্তাহে সৌদি আরব সফরের পর সেখান থেকে তার তুরস্কে যাওয়ার কথা ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কাশ্মীর ইস্যুতে তুরস্কের অবস্থানকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়ে আঙ্কারায় সম্ভাব্য সফর বাতিল করেছেন মোদি। এমন সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকার।

তবে  তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের এমন মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছে না ভারত এমনটাই জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার । কারণ কাশ্মীর ইস্যুটি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়।

পাশাপাশি তিনি জানান, কাশ্মীর ইস্যু কী, তা তুরস্ককে বুঝিয়েও দেয়া হয়েছে, যাতে তারা এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর মোদি সরকারকে একঘরে করতে চাইছে পাকিস্তান। চীনকে পাশে নিয়ে বিষয়টি আন্তর্জাতিক মহলেও তুলে ধরেছে দেশটি। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় তুরস্কের অবস্থান শুরু থেকেই ভারতের বিপক্ষে।

এরদোগান চাইছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যেন সংকটের সমাধান করা হয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছেন তিনি।

টিআর/