ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

যানজটে প্রতি মাসে ২২৭ কোটি টাকার আর্থিক ক্ষতি

প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

রাজধানীর তীব্র যানজটে প্রতি মাসে ২২৭ কোটি টাকার আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে বলে ব্র্যাকের এক গবেষনায় জানা গেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক ইন্সটিটিউট অফ গভর্ন্যান্স এন্ড ডেভেলাভমেন্ট আয়োজিত ’ঢাকা মহানগরের যানজট-শাসন ব্যবস্থার পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে এই তথ্য প্রকাশ করে। কর্মস্থলে যাতায়াত করতে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকায় বাড়তি সময় ব্যয় করতে হয়, যার মাথাপিছু আর্থিত মূল্য ৫৩ টাকা। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দলিব বলেন, রাজধানীর নিয়ন্ত্রনকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাবে যানজট তীব্র আকার ধারণ করছে। পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার প্রভাব শহরের যানজটের উপরে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।