ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার | আপডেট: ০৩:০০ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুরে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনের পর রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও লালনগীতি পরিবেশনের পর কেক কাটা হয়। সর্বশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ১৯৯২ সালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

এমএস/