ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার | আপডেট: ০৩:৫১ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আল-আমিনকে (৩৬) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার দিনগত রাতে জেলা শহরের সড়ক বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের উত্তর পৈরতলা মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে ও নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী এরশাদের ছোট ভাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিনকে ২০১৭ সালে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছিল আখাউড়া থানা পুলিশ। ওই মামলায় সে জামিনে বের হয়ে আসে। মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করলে আল-আমিন পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কাজী নিয়ামত উল্লাহ শহরের কালাইশ্রীপাড়ার কারখানাঘাট এলাকা থেকে তাকে আটক করে।

তিনি আরও জানান, আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।