মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার পরিদর্শনে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার পরিদর্শনে যাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নৌবন্দরে
প্রধানমন্ত্রী শিনজো আবে এখন হাওয়াই দ্বীপে আছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবার পরিদর্শনে যাবেন তিনি। সে সময় সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা হবে বলে বলা হয়েছে হোয়াইট হাউজ থেকে। এরপর দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হবে। তবে সেখানে গিয়ে তিনি ক্ষমা চাইবেন না বলে জানিয়েছে জাপান কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ওবামা হিরোশিমা ও নাগাসাকি পরিদর্শনের সময়ও ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান।