ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ওমর ফারুক ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার | আপডেট: ০৯:১১ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার

সদ্য অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত ব্যাংক হিসাবের পাশাপাশি তার দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও  স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে তার স্ত্রী ও তিন সন্তানের ব্যাংক হিসাবের লেনদেনও।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠির পরিপেক্ষিতে ব্যাংকগুলো ওমর ফারুকসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংক হিসাব তলব করেছিল। তার ধারাবাহিকতায় ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করতে বলা হয়েছে।’

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। 

চিঠিতে বলা হয়, একই সঙ্গে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান লেক ভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাবের লেনদেনও স্থগিত চেয়েছে এনবিআর। ফলে ওমর ফারুক চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে কোনো লেনদেন করতে পারবেন না।

এর আগে বাংলাদেশ ব্যাংক গত ৩ অক্টোবর ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব করে। তার নামে থাকা সব হিসাবের লেনদেনের তথ্য পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।

ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত মাসে বিভিন্ন অভিযানে অনেকে গ্রেফতার হয়। এ সময় চাপের মুখে পড়েন ওমর ফারুক চৌধুরী। মিডিয়ায় তিনি শুরুতে বিভিন্ন বক্তব্য দিলেও পরে আডালে চলে যান।

এসি