খাগড়াছড়িতে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
ছয় দফা দাবীতে খাগড়াছড়িতে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার ৯ উপজেলার ৩৬০ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি প্রবীন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়কারী শাহাজান কবির জহির ও দীঘিনালা উপজেলা ভাইস-চেয়ারম্যান সুষময় চাকমা। সমাবেশে বক্তারা অন্যান্য বাহিনীর মত গ্রাম পুলিশের সুযোগ সুবিধা বাড়ানোসহ ছয় দফা দাবী পেশ করেন।