ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

চট্টগ্রামে গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:০৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। লালদীঘি ময়দানে এ সম্মেলনের আয়োজন করে গাউছুল আজম দরবার শরীফ। এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের অধ্যক্ষ ছৈয়দ মোহাম্মদ মুনির উল্লাহ। এছাড়া দেশের বিভিন্ন জায়গার খ্যাতনামা ওলামায়ে কেরাম ও সুন্নি জনতা কনফারেন্সে উপস্থিত ছিলেন। এসময় দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।