ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

নোবিপ্রবি’র বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:৩৮ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া বাজারে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কবিরহাট উপজেলায় আবু বকর সিদ্দিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে সাইকেলযোগে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন আব্দুর রহিম। তিনি বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে আসা নোবিপ্রবির ওই বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করছি। তদন্ত করে এই বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

এনএস/