ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

ডেভিড জন ডানের জন্মদিন আজ

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৫০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

ডেভিড জন ডান ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ব্ল্যাকবার্ন রোভার্সে। ডেভিড জন ডানের জন্ম ১৯৭৯ সালের ২৭ শে ডিসেম্বর ইংল্যান্ডের গ্রেট হারউড শহরে। পুরো নাম ডেভিড জন ডান। তবে, সবার কাছে ডান নামেই বেশি পরিচিত এই ইংলিশ ফুটবল তারকা। ১৯৯৭ সালে ব্ল্যাকবার্ন রোভার্স ক্লাবের হয়ে প্রথম খেলা শুরু করেন তিনি। যুব ক্যারিয়ারে এই ক্লাবে খেলেন ১৯৯৮ সাল পর্যন্ত। এই ক্লাবের হয়ে যুব দলে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ১৯৯৮ সালে ডাক পান বয়সভিত্তিক দলে। এই ক্লাবের জার্সি গায়ে খেলেন পাঁচ মৌসুম। ১৩৫ ম্যাচ খেলে গোল করেন ৩০টি। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই । ২০০৩ সালে নতুন করে যোগ দেন ব্রার্মিংহাম সিটিতে। চার মৌসুমে ৫৮ টি ম্যাচ খেলে গোল করেন ৭টি। এরপর ২০০৭ সালে আবারো ফিরে আসেন পুরনো ক্লাব ব্লাকবার্ন রোভার্সে। আর এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। আট মৌসুমে ম্যাচ খেলেন ১৮০টি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। খেলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ ও ২১ দলে। আর ২০০২ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি। ২০১৫-১৬ মৌসুম ম্যানেজার হিসেবে কাজ করেন ওল্ডহাম অ্যাথলেটিক্সের হয়ে। আর বর্তমানে ব্ল্যাকবার্ন রোভার্সের অনুর্ধ্ব-২১ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।