ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

যক্ষ্মা আক্রান্তের শীর্ষে ভারত, বাংলাদেশ কত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

এক সময় বলা হতো ‘যার হয় যক্ষ্ম তার নাই আর রক্ষা’। কিন্তু এই অবস্থা এখন আর নেই। এই রোগের চিকিৎসা আছে, ওষুধ আছে। তবে এখনও বিশ্বে প্রায় ১ কোটি মানুষ যক্ষ্মায় আক্রান্ত। আশঙ্কাজনকভাবে প্রতিবছরই বাড়ছে এই সংখ্যা বাড়ছে। তবে এই রোগে মৃত্যুর সংখ্যা ক্রমে কমে আসছে। সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ভারত। বাংলাদেশ আছে সাত নম্বরে।

বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে প্রায় ১ কোটি মানুষ যক্ষ্মায় আক্রান্ত। শীর্ষে থাকা ভারতের রোগীর সংখ্যা ২৭ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন। বিশ্বের মোট যক্ষ্মা আক্রান্তের ৯ শতাংশ রোগী চীনে বসবাস করেন। বিশ্বের মোট যক্ষ্মা আক্রান্তের নিরিখে পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে, এখানে রয়েছে ৬ শতাংশ। এই তালিকায় বাংলাদেশ রয়েছে সাত নম্বরে।

হু-এর রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে বিশ্বের প্রায় ১৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে যক্ষ্মায়। তবে এই মৃত্যু সংখ্যা কমে ২০১৮ সালে হয়েছে ১৫ লাখ। হু জানাচ্ছে, গোটা বিশ্বে যক্ষ্মায় মৃত্যুর সংখ্যা ক্রমে কমে আসছে।

এএইচ/