রোহিঙ্গাদের আসা বন্ধ হচ্ছেনা কোনভাবেই
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে আশ্রয়হীন রোহিঙ্গাদের আসা বন্ধ হচ্ছেনা কোনভাবেই। প্রায় প্রতিদিনই সীমান্ত পার হয়ে আসছে বাংলাদেশে। তবে বাস্তবতা হচ্ছে, নতুন করে আরো রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, যেসব রোহিঙ্গা এরই মধ্যে প্রবেশ করেছে তালিকা তৈরি করে তাদের শরণার্থী ক্যাম্পে রাখা যেতে পারে। স্থায়ী সমাধানে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরারও পরামর্শ তাদের।
জাতিগত সহিংসতা আর রাজনৈতিক টানা পোড়েনে ভাগ্যাহত রোহিঙ্গাদের অনেকেই আশ্রয় খুঁজতে পড়ি দিচ্ছে নাফ নদী। ভিড় করছে বাংলাদেশ সীমান্তে। মিয়ানমারের এই অসহায় নাগরিকদের জন্য বাংলাদেশ মানবিক কারণেই নমনীয়। তবে বাস্তব কারণেই ফিরিয়ে দিতে হচ্ছে রোহিঙ্গা বোঝায় নৌকাগুলো। তারপরও থেমে নেই অনুপ্রবেশ।
বিশেষজ্ঞরা বলছেন, আশ্রয়প্রত্যাশী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ বিভিন্ন আর্ন্তজার্তিক সংস্থার কাছ থেকে অর্থিক সহায়তার নেয়া। একই সাথে যেসব উন্নতদেশগুলো এই ইস্যুতে এখনো নীরব, তারা যাতে সরব হয় সেই উদ্যোগ নেয়া।
সমস্যা সমাধানে অঞ্চলিক ও আন্তর্জাতিক জোটসহ জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের সাথে আলোচনার ক্ষেত্র প্রস্তুতের কথাও বলেছেন বিশেষজ্ঞরা । এজন্য আঞ্চলিক বানিজ্যের সম্ভবনাকে সামনে আনার পরামর্শ তাদের।
অনুপ্রবেশ করা রোহিঙ্গারা যাতে দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে না পরতে পারে তা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের ।