সরকারের উন্নয়নযজ্ঞকে ইতিবাচকভাবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানীরা
প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:১৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার
সরকারের রূপকল্প ২০২১। এ সময়ের মধ্যে মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় বিদায়ী বছরে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার, এগিয়েছেও কয়েক ধাপ। প্রায় চল্লিশভাগ কাজ শেষ হয়েছে পদ্মাসেতুর, দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে রূপপুর পরমাণবিক বিদ্যুৎ প্রকল্পের। বছর জুড়ে সরকারের এ উন্নয়নযজ্ঞকে ইতিবাচকভাবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানীরা।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের মর্যাদায় উন্নীত করতে বছর জুড়েই নানা কর্মকান্ডে ব্যস্ত ছিলো সরকার। ২০১৬ সালেই মেগা প্রবল্পগুলোর কাজ এগিয়েছে কয়েক ধাপ। বছরের প্রথমদিকেই নির্মাণ কাজ শুরুর পর শেষভাগে এসে কাজ শেষ হয়েছে প্রায় চল্লিশভাগ। দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের। যাত্রা শুরু করেছে পায়রা সমুদ্র বন্দর। রাষ্ট্রবিজ্ঞানীদের চোখে মধ্যম আয়ের দেশে যেতে সরকারের এই চেষ্টা খুবই ইতিবাচক।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজও প্রায় শেষের পথে। বেড়েছে ডিজিটাল খাতের রপ্তানী আয়; ৬০০ মিলিয়ন ডলার ছুয়েছে এবছরই। বৈদেশিক বিনিয়োগও বেড়েছে। রেমিটেন্স ছুয়েছে দেড়’শ কোটি ডলারের মাইলফলকে।
শস্য উৎপাদন ক্ষমতা বেড়ে দাড়িয়েছে ৩৯০ লাখ মেট্রিক টনে। কমেছে দারিদ্রের হার। বিদ্যুৎ পাচ্ছে ৭৮ ভাগ মানুষ। উৎপাদন বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৮০ মেগাওয়াটে।
নারীর ক্ষমতায়নেও এগিয়েছে বাংলাদেশ, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার এখন ৪১ শতাংশ। "বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১" প্রকল্পের জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের স্বীকৃতি হিসেবে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড-’ পেয়েছে সরকার। সরকার প্রধানের দৃঢ় নেতৃত্বে উন্নয়নকে দেশের অর্জন হিসেবেই দেখছেন এই অধ্যাপক।
বছরের শেষ ভাগে শিশু সুরক্ষায় 'চাইল্ড হেল্পলাইন- ১০৯৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসছে বছরে সরকারের এই চেষ্টা অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার ।