ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

নোয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে আসা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হবিগঞ্জের নোয়াপাড়া বাজার শাখা চালু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী নতুন এ শাখার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, সিলেটের আঞ্চলিক প্রধান কাজী মোতাহের হোসেন, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস. এম নজরুল ইসলাম, নোয়াপাড়া বাজার শাখার ব্যবস্থাপক মোশতাক আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আই/এসি