ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার

আজ বুধবার সারাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। তবে ২২ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, বাকি ৩৯ জেলায় চেয়ারম‌্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে জেলা পরিষদে মোট ভোটার ৬৩ হাজার ১শ ৪৩ জন। এ নির্বাচনে ভোটার স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর প্রায় ২৩ হাজার সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পাহারায় আছেন ২০ জন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, আনসার-ভিডিপির সদস্যরা। টহলে আছে বিজিবি ও র‌্যাব।