ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

নওগাঁর পত্নীতলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মেহেদি হাসান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি। 

বুধবার ভোররাতে পত্নীতলা উপজেলার শিয়ার ইউনিয়নের লোদিপুর খাড়ির ব্রিজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। 

নিহত মেহেদী হাসান নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের বাসিন্দা গফুর ওরফে ভোলার ছেলে। তিনি দীর্ঘদিন মাদক ও চোরাকারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। 

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লোদিপুর খাড়ির ব্রিজ এলাকায় যায়। এ সময় চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। অন্যরা পালিয়ে যায়।

এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।