ব্রাহ্মণবাড়িয়ায় হামলা- ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা- ভাংচুরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার সকালে আব্দুল আহাদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম রিমান্ড না-মঞ্জুর করে তাকে জেলগেইটে ৪ দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। নাসিরনগরে হামলার ঘটনায় ৮টি মামলা হয়েছে। এর মধ্যে আব্দুল আহাদকে ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এ’ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০৫ জনকে।