ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

জয়পুরহাটে টেকসই উন্নয়নের জন্য সচেতনতামূলক সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ 

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তভূর্ক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক গুজব ছড়ানো, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, ২০ বিজিবি’র সহ অধিনায়ক মেজর জান্নাতুন নাঈম, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক এম এম মোহাইমেনুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার উপ-পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা অহেতুক গুজব ছড়িয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডকে ব্যহত করা থেকে সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানানো হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাক ও মসজিদের ইমামসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। 

আরকে//