ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার

‘মর্ত্যরে রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’ এ স্লোগানে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে নগরীর চর্থা এলাকায় শচীন দেব বর্মণের পৈত্রিক নিবাসে এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

মেলায় জেলা প্রশাসন, প্রত্নতত্ত্ব অধিদফতরসহ বিভিন্ন ব্যানারে একাধিক স্টল রয়েছে। এর আগে সকাল পৌনে ১০টার দিকে বর্ণাঢ্য একটি র‌্যালি নগরীর ইউসুফ হাইস্কুল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চর্থা এলাকার শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়।

আগামীকাল শনিবার শচীন মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এবং বিশেষ অতিথি পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অংশগ্রহণ করবেন।

মেলায় শচীন দেব বর্মণ সম্পর্কিত রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, সঙ্গীত প্রতিযোগিতা, সেমিনার, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একে//