অনুপ্রবেশের সময় ১১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১১৯ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
কক্সবাজারে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টার সময় ১১৯ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে ৩৮ জন নারী, ৬৫ শিশু ও ১৬ জন পুরুষ রয়েছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৩শ’ ২৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।