ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

জয় পেয়েছে টটেনহাম

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও জয় পেয়েছে টটেনহাম । সাউদাম্পটনকে ৪-১ গোলে হারিয়েছে তারা। খেলার ২ মিনিটে ভান ডিজক গোল করলে শুরুতেই এগিয়ে যায় সাউদাম্পটন। ১৯ মিনিটে বামিদেল আলীর গোলে ১-১ এ সমতা আনে টটেনহাম। এরপর ৫২ মিনিটে কানে গোল করলে ২-১ এ এগিয়ে যায় তারা। ৮৫ মিনিটে হুয়াং মিন সোন গোল করলে ৩-১ এ  এগিয়ে যায় টটেনহাম। এর ২ মিনিট পরই আলী  নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোল করলে ৪-১ গোলে জয় পায় টটেনহাম।