ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৭

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়ায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরস্পর বিপরীত দিক থেকে আসা বাস ও ট্রাক দুটির কুয়াশার কারনে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যায়। আহত হয় বেশকয়েকজন। আহতদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা চকবাজারের কনিকা রহমান ও সোহাগ। নিহতদের মরদেহ চৌদ্দগ্রাম থানায় রাখা হয়েছে।