ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

দেশের মাঠিতে জঙ্গিদের ঠাঁই হবে না, অভিযান অব্যাহত থাকবে

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

দেশের মাঠিতে জঙ্গিদের ঠাঁই হবে না উল্লেখ করে পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। পুলিশ হেডকোয়ার্টার্সে জঙ্গিবাদ সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে, সরকার ও  আইন-শৃংখলা বাহিনী সব ধরণের সহযোগিতা দেবে। অনুষ্ঠানে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনাকারী পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি, কাউন্টার টেরিরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, র‌্যাব, ডিএমপি’র উত্তরা ও লালবাগ বিভাগ, গাজীপুর ও বগুড়া জেলা পুলিশের সদস্যদের পুরস্কৃত করেন, আইজিপি শহীদুল হক।