ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

বগুড়ায় স্বাধীনতাপূর্ব ল্যান্ড মাইন ও গ্রেনেড উদ্ধার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:১০ এএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার

বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে স্বাধীনতাপূর্ব ৬টি ল্যান্ড মাইন ও ৩টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রামপুর গ্রামের একটি কবরস্থান থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার আগে রামপুরা গ্রামের কবরস্থানের পাশের মাঠে শিশুরা খেলা করছিল। এ সময় তারা দুইটি পুরাতন ভাঙ্গা কবরের মধ্যে গ্রেনেড দেখতে পায়। তারা বিষয়টি বড়দের জানালে তারা পুলিশকে খবর দেন। পরে রাতে পুলিশ গিয়ে ৩টি গ্রেনেড ও ৬টি ল্যান্ড মাউন উদ্ধার করে।

ল্যান্ড মাইন ও গ্রেনেডের গায়ে খোদায় করে ১৯৬৫ (সাল) লেখা রয়েছে বলে জানান আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় গ্রেনেড ও ল্যান্ড মাইনগুলো ফেলে রাখা হতে পারে। এগুলো পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।’

এমএস/