জনগনের জানমাল রক্ষায় সরকার সবকিছু করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
পার্বত্য এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদ প্রতিরোধে জনগনের জানমাল রক্ষায় সরকার সবকিছু করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি।
রাঙামাটিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা বলেন। এসময় পার্বত্য চুক্তির বাকী ধারাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারকে সহায়তা দিতে সংশিÍষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।