ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বেনাপোলে ফেনসিডিলসহ ৪ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ছয় বোতল ভারতীয় ফেনসিডিলসহ চার যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার বিকালে পুখালি বিওপি’র একটি টহল দল তাদের আটক করে। এ সময় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃতরা হলো- যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের আব্দুল মতিন টেনার ছেলে হাসানুর রহমান (২৮), একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে হোসেন আলী (২৬), কাগজপুকুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শামীম হোসেন (৩০) ও খুলনার ডুমুরিয়া থানার ভরাটিয়া গ্রামের মৃত মুকুন্দ সরকারের ছেলে মিন্টু সরকার (২৯)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুটখালি বিওপির একটি টহল দল পুটখালী উত্তর পাড়া জনৈক জিয়ারুল ইসলাম এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দুইটি মোটরসাইকেলসহ চার যুবককে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে ছয় বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

একে//