ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

ময়মনসিংহে গুদামে অগ্নিকাণ্ড, কর্মচারী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

ময়মনসিংহ মহানগরীর আমপট্রি এলাকায় বিয়ে ও পূজামণ্ডপ সাজানোর মালামাল সামগ্রীর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুমন পাল নামে গুদামের এক কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। 

সোমবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সর্ভিসের ৪টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ময়মনমসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা জানান, নগরীর আমপট্রি আশুতোষ পালের বিয়ে ও পূজামণ্ডপ সাজানোর মালামাল সামগ্রীর গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামে ঘুমিয়ে থাকা কর্মচারী সুমন পাল দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

গুদাম মালিক আশুতোষ পাল জানান, কালি পূজা উপলক্ষ্যে মণ্ডপ সাজানোর কাজ শেষ করে রাত সাড়ে ১২টার পর গুদাম বন্ধ করে ভেতরে কর্মচারী সুমন পালকে রেখে তারা চলে যান। সকাল সাড়ে ৭টার দিকে গুদামে আগুন লাগার খবর পান। নিহত সুমন পালের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা জানান তিনি। 

এমএস/