ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

রাজধানীতে কমেছে সবজির দাম, মাছের দাম বেশী, ডাল, চিনি, তেল বিক্রি হচ্ছে আগের দামেই

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

সরবরাহ থাকায় রাজধানীতে কমেছে সবজির দাম। আলু, ফুলকপি, বাধাকপি সহ বেশ কিছু সবজির দাম ৪০ টাকার নীচে। আর ছোট মাছের সরবরাহ ভালো হলেও দাম বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের। এছাড়া ডাল, চিনি, তেল বিক্রি হচ্ছে আগের দামেই। শীত জেঁকে বসতে শুরু করেছে। এরই মধ্যে বাজারে এসেছে হরেক রকমের টাটকা সবজি। সরবরাহ বেশি থাকায় রাজধানীতে বেশীর ভাগ সবজির দামই ৪০ টাকার নিচে। মাছের বাজারে ডালায় সাজানো রয়েছে মলা, কাচকি, ছোট বাতাসী মাছ। পাশাপাশি বড় মাছও রয়েছে। খাল বিলে ছোট মাছ পাওয়া যাচ্ছে আর বাজারে সরবরাহও ভালো। তবে দাম বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের। এদিকে ডাল-চিনি-তেল আগের দামে বিক্রি হলেও বাজারে আসা নতুন পোলাওয়ের চালের দাম কম বলে জানান বিক্রেতারা।