প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় গ্রেফতার ৭ কর্মকর্তাকে আবারো দশ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশিত : ০৮:০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বাংলাদেশ বিমানের সাত কর্মকর্তাকে আবারো দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে। এর আগে, গেলো ২২ ডিসেম্বর এ মামলায় গ্রেফতার সাত কর্মকর্তার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে, সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে।